
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৯টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলাবর রাত দেড়টার দিকে উপজেলার লাতু সীমান্ত এলাকার বালিশকোনা নামক স্থানে থেকে গরুগুলো উদ্ধার করা হয়। বুধবার বিকেলে গরুগুলো জুড়ী কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার লাতু বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলাবার রাত দেড়টার সীমান্তের মেইন পিলার ১৩৭৪ হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভন্ত—রে বালিশকোনা নামক স্থানে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.