
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলাবর (২৮ মার্চ) বিকেলে পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম।
ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি মো. জাহিদ আহমদ, জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ক্বাজী মাওলানা এনামুল হক, ছাত্র মজলিসের প্রাক্তন জেলা সভাপতি এমএম আতিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সালেহ নজীব আল-আইয়ূবী, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সভাপতি মাওলানা মোতাহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাহবুব হোসাইন শিবলি, বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মনসুর আহমদ প্রমুখ।
পরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.