
বড়লেখা প্রতিনিধিঃ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
(১১ সেপ্টেম্বর) শনিবার পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন এ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে।
এতে উপজেলার ১৫টি মাধ্যমিক স্কুলের নবম ও শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৪৭ জন ও ২টি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে দুই গ্রুপে ৫৭ জন পরীক্ষার্থী ১০০ মার্কের পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এরা জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
Posted ১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.