
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(৩০ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারপুর ইসলামিক সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর ওরেফে আরিয়ান আরজুন, অর্থ সম্পাদক রায়হান আহমদ, তরুণ সমাজসেবক সানেল আহমদ, রেদওয়ান এইচ জাহাঙ্গীর প্রমুখ।
এদিকে ঐদিন উপজেলার সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শতাধিক দরিদ্র শিক্ষার্থীকে এনজিও সংস্থা পল¬ীমেলার চেয়ারম্যান কয়ছর রশীদের অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর রশীদের সহযোগিতায় মাদ্রাসায় দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন ইউপি মেম্বার ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ হারিছ উদ্দীনের পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শীতবস্ত্র দাতা পল্লীমেলার চেয়ারম্যান কয়ছর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এলাকার প্রবীণ মুরব্বি খুরশিদ আলী, সাংবাদিক আব্দুর রব, ব্যবসায়ী আব্দুস শহীদ মুক্তা, আলাউদ্দিন, সাবেক সরকারী কর্মকর্তা আব্দুর রুপ বলাই, সমাজসেবক রিয়াজ উদ্দিন, আব্দুল মুছব্বির, হারিছ আলী, চেরাগ আলী, মাওলানা বদরুল ইসলাম, মুজিবুর রহমান, হেলাল উদ্দিন, বদরুল ইসলাম লুকুজ, হাফেজ আলী আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৮:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.