
বড়লেখা সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
বড়লেখার গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগমের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনসহ নানা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক সিলেট, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
পৌরসভার গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগম দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নির্যাতন ও ক্লাসে তাদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ও বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে।
তবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা জায়েদা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
Posted ৫:০০ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.