
এ.জে লাভলু,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
(২১ ফেব্রুয়ারি) বুধবার একুশের প্রথম প্রহরে বড়লেখা ডিগ্রি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, বড়লেখা থানা ও পর্যটন পুলিশ, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি, বড়লেখা ডিগ্রি কলেজ, নজরুল একাডেমিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে পৌর শহরে র্যালী বের করা করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা র্যালিতে অংশ নেন। র্যালিটি পৌরশহর প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার এলাকায় গিয়ে পথ সভায় মিলিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেবকান্দ দাস নান্টু, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দন। এতে মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তখন আলী, আব্দুল হান্নান, ফনি চন্দ্র শীল, আপ্তাব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাসুম, আব্দুশ শুক্কুর, সামছুল ইসলাম রিফাত, ফয়েজ আহমদ প্রমুখ।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের নেতৃত্বে পৌরশহরে র্যালী বের করা হয়। র্যালী শেষে পৌরশহরে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান মুজিব প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.