
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এ স্লোাগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশের ন্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১৮ জুলাই) সকালে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ শাহাব উদ্দিন।
এ উপলক্ষে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় কলেজ অধ্যক্ষ হারুন-উর-রশীদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ শাহাব উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি কর্মকর্তা দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগি বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস, নারী শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.