
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘ ১৩ বছর পর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ তাজ উদ্দিন সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে বিকেলে পৌর শহরের আহমদ ম্যানশনের সম্মুখে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি প্রমুখ।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৩ সালের ২৬ জুলাই বড়লেখা উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর সভাপতি ও মাহবুবুল আম্বিয়া চৌধুরী রুহুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.