
বড়লেখা প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
এ উপলক্ষে বুধবার (১৮ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, এ.জে লাভলু, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশফাক হোসেন, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সামছুল হাসান প্রমুখ।
সভায় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আশরাফ উল্লাহ জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আলাচনা সভা, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.