
বড়লেখা সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
জেলার বড়লেখায় মরহুম আর্জমন্দ আলী মাস্টার মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সমাজসেবী সংগঠন মুড়াউল আইডিয়াল ইয়ূথ সোসাইটি’র আয়োজনে মুড়াউল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন- দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আশিক উদ্দিন, ডা. জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঞ্জু লাল দে, বড়লেখা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও ষাটমা মডেল সপ্রাবি’র প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সপ্রাবি’র প্রধান শিক্ষক বদরুল হোসেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গির লস্কর, সিনিয়র সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।
এসময় সংগঠনের উপদেষ্টা ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. দোলোয়র হোসেন, সংগঠনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্র সচিব নাসির উদ্দিন, সংগঠনের সদস্য আতিকুর রহমান, নুরুল ইসলাম, টিপু দেবনাথ, আব্দুল হামিদ, সমছ আহমদ, জুনেদ আহমদ, ছয়েফ আহমদ, আনোয়ার হোসেন, মারুফ আহমদ, সরোয়ার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.