
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে ৩টায় উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, মুক্তিযোদ্ধা তখন আলী, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহবায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.