
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ফাইনালে সুজানগর ইউনিয়ন ভলিবল দলকে হারিয়ে পাখিয়ালা ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.