
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতুলা যুব কল্যাণ পরিষদের আয়োজনে সোমবার রাতে টিভি এন্ড টিভি ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
ফাইনালে বড়লেখা ওড়না হাউজ ৩-০ সেটে সুড়িকান্দি কিংসকে হারিয়ে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় যুব কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সমছ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন, স্পেন প্রবাসী জসিম উদ্দিন, ডাঃ সজল সরকার, শিক্ষক আবেদ আহমদ, ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, প্রবাসী সাদিকুর রহমান, ক্লাবের সদস্য আবু বক্কর দুলন, এমরান হোসেন, কাওছাইন আহমদ, আবু তাহের প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
সংবাদেমইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.