
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
বড়লেখায় ডোবা থেকে খয়রুন বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্বমাইজ গ্রামের একটি ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত খয়রুন বেগম পূর্বমাইজ গ্রামের মুজমীল আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে খয়রুন বেগম নিজের ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে পরিবারের লোকজন খয়রুন বেগমের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে তাকে না পেয়ে আশপাশে খুঁজতে যান। এক পর্যায়ে সকাল ১১টার দিকে বাড়িসংলগ্ন ডোবায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন এমনটি পরিবারের লোকজন, এলকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন।
সংবাদমেইল২৪.কম/এজে লাভলু/এনএস
Posted ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.