বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধিবাস রিগমুন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রিগমুন পাথুরিয়া চা বাগানের বাসিন্দা মাধব রিগমুনের ছেলে।
পুলিশ জানায়, (১৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পাথুরিয়া চা বাগানে রিগমুন আম পাড়ার জন্য গাছে উঠে।
এসময় গাছের সাথে লাগানো বৈদ্যুতিক তারের সাথে বাড়ি খেয়ে উড়ে গিয়ে অন্য একটি গাছে ডালে আটকা পড়ে। সেখানেই সে বিদ্যুৎতাড়িত হয়ে সে মারা যায়।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, অধিবাস রিগমুনের মৃত্যুর খবর পেয়ে দুপুর দুইটার দিকে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ১১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.