
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় একযোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(১ জানুয়ারি) রবিবার সকালে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রাথমিক ও ইবতেদায়ির পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া এদিন শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামতলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মুহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোট লিখা উচ্চ বিদ্যালয়, কাঁঠালতলী উচ্চ বিদল্যায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়।
সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি সফিক উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষাক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্দি দেব, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, স্কুলের প্রধান শিক্ষক বদরুল হোসেন প্রমুখ।
এদিকে মাধ্যমিক শিক্ষাস্তরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক লিটন শরীফ, জুনেদ রায়হান রিপন প্রমুখ।
অন্যদিকে পৌরশহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকছুদুর রহমান। আরও বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সত্তার, আব্দুল মালিক, বাবুল আহমদ, কমর উদ্দিন প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ১০:২০ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.