
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে চান্দগ্রাম হাইস্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ট্রাষ্টের সভাপতি শিক্ষক মো. সাবলু মিয়ার সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, নিজবাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক, চান্দগ্রাম এ.এউ ফাজিল ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ, বিয়ানীবাজার কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ মো. আজিম উদ্দিন, চান্দগ্রাম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জহরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, চান্দগ্রাম সপ্রাবির প্রধান শিক্ষক বিমল বর্মন, শিক্ষক আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল শুক্কুর, ট্রাষ্টের ইউকে শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম দুদু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
সংবাদমেইল২৪.কম/এজেেএল/এনএস
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.