বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় প্রকাশিত জেএসসির ফলাফলে পাসের হার ৯১ শতাংশ। এ উপজেলায় ৩৮টি প্রতিষ্ঠানের ৪৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৪০১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন পরীক্ষার্থী, শতভাগ পাস করেছে ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আর কে লাইসিয়াম উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, কুমারশাইল জুনিয়র স্কুল।
জেডিসিতে পাসের হার ৭৬ শতাংশ। ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন, শতভাগ পাস করেছে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসা।
সামপনীতে পাসের হার ৯৭.১৭ শতাংশ। সমাপনীতে ২৫৯টি প্রতিষ্ঠানের ৬১৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬০২২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন পরীক্ষার্থী। ইবতেদায়ীতে পাসের হার ৯৭.৬৩ শতাংশ। ২৫টি প্রতিষ্ঠানের ৫৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৫৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব ও সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ধারাবাহিকতা বজায় রেখে এবারও জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফলে বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল চমক দেখিয়েছে। শতভাগ পাসসহ জেএসসিতে ৪৭ জন ও পিএসসিতে ৫৬ জন জিপিএ ৫.০০ পেয়েছে।
স্কুলের সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উর্ত্তীণ হয়েছে। তন্মধ্যে ৪৭ জন জিপিএ ৫.০০ পেয়েছে। বাকী ১৭ জনও ৪.৭০ এর উপরে জিপিএ পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উর্ত্তীণ হয়েছে। তন্মধ্যে ৫৬ জন জিপিএ ৫.০০ পেয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ জানান, স্কুলের ছাত্র, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ের কারণে ফলাফলে আমার প্রতি বছর ধারাবাহিকতা বজায় রেখেছি।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.