
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা’র দুই যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন।
পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খানের সভাপতিত্বে ও শিক্ষক মো. ইরশাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, প্রাক্তন ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জলিল, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, শিক্ষক আব্দুল বাছিত, আব্দুস শাকুর, মাসুদ আহমদ, পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সহ-সম্পাদিকা আফরোজা সুলতানা বুশরা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী সুপার আব্দুল হান্নান, সাংবাদিক তপন কুমার দাস, অবিভাবক সদস্য মাওলানা ফয়জুর রহমান, শিক্ষক আব্দুল হক, মাওলানা সৈয়দ শিব্বির হক, মাস্টার ময়নুল ইসলাম, মাস্টার আব্দুস সামাদ, দুলাল উদ্দিন, হাফিজ ফয়জুর রহমান, পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সহসভাপতি আরিফা বেগম প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৬:০০ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.