
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০২ জুন ২০১৮ | প্রিন্ট
বড়লেখায় প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম (৫৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
( 0১ জুন ) শুক্রবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সামছুল ইসলাম তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সামছুল ইসলামের সঙ্গে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রায় মাসখানেক আগে একই এলাকার জনৈক সমছ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। সমছ উদ্দিনের এক আত্মীয় সম্প্রতি ফেসবুকে সামছুল ইসলামকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন। ফেসবুকে পোস্টটি দেখে শুক্রবার দুপুরে সামছুল ইসলাম সমছ উদ্দিনের চাচাতো ভাই বদরুল ইসলাম বদইয়ের কাছে বিচার দেন। এসময় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে বদরুল ইসলাম বদইয়ের স্বজনরা দা ও সুলফি নিয়ে সামছুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় সামছলু ইসলামের মাথায় ও বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০২ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.