
বড়লেখা প্রতিনিধিঃ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | প্রিন্ট
আগামী ২৮ ডিসেম্বর বড়লেখা পৌরসভাার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।
(২৮ নভেম্বর) শনিবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিলো। সেখান থেকে বর্তমান মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীকে ফের দলীয় মনোয়ন দেওয়া হয়েছে।
Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.