
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলার দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে চুরি মামলার আসামী ফারুক আহমদের (২৫) ১ দিনের এবং হত্যা মামলার আসামী জাকির আহমদের (২৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মো. হাসান জামান পুলিশের রিমান্ডে আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে চুরি মামলার আসামী ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালকুদার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মো. হাসান জামানের আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করেন। শুনাশি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ফরিদা বেগম হত্যা মামলার আসামী জাকির আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মো. হাসান জামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াহেদ গাজী। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপল দত্ত বুধবার (১৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.