বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৬ জুলাই ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সজীব আহমদ (৯) নামের এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
(১৫ জুলাই) শনিবার সজিবের মৃত্যুতে তার স্কুলে শোক সভা অনুষ্ঠিত হয়। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ওয়াহিদপুর গ্রামের সেলিম আহমদের ছেলে এবং স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্র সজীব আহমদ শুক্রবার (১৪ জুলাই) বিকালে বাড়ীর পাশের মসজিদ সংলগ্ন স্থানে সমবয়সীদের সাথে খেলা করতে যায়। এক সময় সজীব মসজিদের পুকুরে গোসল করতে নেমে পড়ে। সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় সমবয়সীদের আর্তচিৎকারে এলাকার লোকজন এসে অনেক খোঁজাখুজির পর সজীবকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শনিবার স্কুল খোলার পর সজীবের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত সজীবের স্মরণে অনুষ্ঠিত শোক সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.