
বড়লেখা প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির একটি জুমের (চাষাবাদ এলাকার) আড়াইশ পানগাছ ছিড়ে ফেলা ও কাটার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুঞ্জির মালিক ডেনিসন খাসিয়া গত ১৫ জুলাই রোববার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই শনিবার দিনের বেলায় পুঞ্জিতে কাজ শেষ করে বাড়িতে যান পুঞ্জির মালিক ডেনিসন খাসিয়া। পরদিন ১৫ জুলাই রোববার দুপুর আনুমানিক একটার দিকে তিনি পুঞ্জিতে গিয়ে দেখেন অন্তত আড়াইশটি পানগাছ ছেঁড়া ও কাটা। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘পানগাছ ছিড়ে ফেলার বিষয়ে একজন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি একজন সহকারি উপ-পরিদর্শক তদন্ত করছেন।’
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.