বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবহণের জন্য একটি পিকআপভ্যান প্রদান করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি।
রবিবার দুপুরে গাড়িটি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় হস্তান্তর করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ একেএমএ শাকুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রসার গভর্নিংবডির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রসার অধ্যক্ষ আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী লন্ডন প্রবাসী হাজী মজির উদ্দিন মনু, সদস্য লন্ডন প্রবাসী জামিল আহমদ, বড়লেখা আইডিয়াল সোসাইটির ইউকের সেক্রেটারী আব্দুল ছালাম, সমাজসেবক মাওলানা আব্দুস ছবুর, প্রবাসী শাহাব উদ্দিন, আজিজুর রহমান, জায়েদ আহমদ, গভর্নিংবডির সদস্য এমরানুল হক বাবু, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মাওলানা কমর উদ্দিন বাদশা, ছাত্র সংসদের জিএস মো. আল আমিন প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেেএল/এনএস
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.