
বড়লেখা প্রতিনিধিঃ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বড়লেখায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে দুই মাংসের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার রতুলী বাজারের মাংসের দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানে সার্বিক সহযোগিতা করে বড়লেখা থানা পুলিশ।
জানা যায়,অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি,মুল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে ও মাংসের মান নিয়ন্ত্রণ করতে এ অভিযান এ পরিচালনা করা হয়।অভিযানে ২টি পৃথক মামলায় শাহজালাল মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে মামু ভাগ্না মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, মুল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ায় দুই মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:১২ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.