
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের ‘বড়লেখায় তোমায় নিমন্ত্রণ’ গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। গানটি লিখেছেন বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন। সুর করেছেন বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক সুরকার নুরুল ইসলাম সরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পি প্রার্থ প্রদীপ মল্লিক।
শনিবার বড়লেখা বালিকা হাইস্কুল প্রাঙ্গণে নজরুল একাডেমির আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠানে গানের সিডিটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এরপর গানটির লেখক জুনায়েদ রায়হান রিপনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হুইপ।
এ প্রসঙ্গে জুনেদ রায়হান রিপন বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন প্রিয় বড়লেখাকে নিয়ে একটি গান করার। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। এটি আমার প্রথম লেখা গান। গানটির কথা সুন্দর। সবার ভালো লাগলে আমার লেখা স্বার্থক হবে। অবশ্য গানটি শুনতে চাইলে বড়লেখা নজরুল একাডেমির ফেসবুক পেজ ভিজিট করতে হবে।’
সংবাদমেইল২৪.কম/এজেেএল/এনএস
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.