
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ৩টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
প্রকল্প গুলো হচ্ছে-পশ্চিম চন্ডিনগর গ্রামে ৮০০ মি: রাস্তা, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন অফিস থেকে বোবারথল রাস্তার ৭৫০ মি: ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমীক ভবন নির্মাণ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তা উন্নয়ন কাজ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পারভেজ ঈষেণ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, ঠিকাদার জালাল আহমদ, ইউপি সদস্য আসিকুর রহমান, এলাকার বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান প্রমুখ।
সংবাদেমইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.