
বড়লেখা প্রতিনিধি,সংবাদেমইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর দুপুরে পৌর শহরে শোক র্যালী বের করা হয়। র্যালীটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জেহীন সিদ্দীকী, আব্দুল মালিক জুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.