
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
জেলার বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ শিক্ষা সপ্তাহের উদ্ভোধন করা হয়।
উপজেলা সভাকক্ষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহহ আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, প্রভাষক হাসিনা বেগ, বদরুল ইসলাম মনু প্রমূখ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.