
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
রবিবার বিকেলে পৌরশহরের উত্তরবাজার এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের উত্তরবাজার এলাকায় প্রায় আধঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে তরুণ সমাজসেবক তাহমিদ ইশাদ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-ব্যবসায়ী আব্দুল আজিজ, আসাদ উদ্দিন, নাসির উদ্দিন খান, জাহিদ হাসান জাভেদ, এলাকার সমাজসেবক আব্দুল জব্বার ময়না মিয়া, তরুণ সমাজসেবক আব্দুল হাসনাত শরফ, বাকের আহমদ, মার্জানুল ইসলাম, আমিনুল বাবলু, মামুন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর বারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পৌরশহরের উত্তর বাজার এলাকার প্রায় সহস্াধিক দোকান ছাড়াও বাসা-বাড়িতে পানি ওঠে কোটি কোটি টাকার ক্ষতি সাধিত হয়।
তারা অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা বিভিন্ন পুরানো খাল-নালা দখল করে ভরাট, পাকা দেয়াল নির্মাণ ও যত্রতত্র বাঁধ দিয়ে রাখায় পানি নিষ্কাষনে চরম ব্যাঘাত ঘটে। যার প্রতিবছর এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এছাড়া পৌরশহরে পর্যাপ্ত ড্রেন না থাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হলেও পৌর কর্তৃপক্ষের টনক নড়ছে না। তারা জলাবদ্ধতা নিরসনে পৌরমেয়রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করেন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৭:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.