
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় জনপ্রতিনিধিদের সাথে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী।
(১২ ফেব্রুয়ারি) রোববার বিকেলে বড়লেখা থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিব আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম আহমদ, ইউপি সদস্য কৌশিক দাস, জাহাঙ্গির আলম রুবেল প্রমূখ ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.