
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ১৫ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৬৭৯৫) জব্দ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অপু (২৫) ও একই গ্রামের মৃত আয়াতুর রহমানের ছেলে মো. সারোয়ার হোসেন (২৪) এবং ছোটদেশ গ্রামের জাকির হোসেন (২৮)।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বলেন, প্রায় ১৫ লিটারমদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.