
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় চোরাইকৃত অবৈধ ১৩ টুকরো আগর কাঠ উদ্ধার করেছে বনবিভাগ ও বিজিবি।
(১৯ নভেম্বর) শনিবার সকালে উপজেলার সুজানগর ইউনিয়নের রফিনগর গ্রামের সাহিদ আহমদের বাড়িতে বনবিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে এ কাঠ উদ্ধার করা হয়।
বনবিভাগ ও বিজিবি সূত্রে জানা যায়, ভানুগাছ রিজার্ভ ফরেস্ট থেকে পিকআপ যোগে বেশ কিছু চোরাই আগর গাছ নিজ বাড়িতে নিয়ে যান। বনবিভাগের স্পেশাল বাহিনী (কুলাউড়া), বিজিবি ও বড়লেখা রেঞ্জের বন কর্মকর্তারা গোপন সংবাদে বনবিভাগ পিকআপ ভ্যানের পিছু নেয়। অভিযানের খবর পেয়ে পিকআপ ভ্যানের ড্রাইভার সাহিদ আহমদের বাড়িতে গাছ ফেলে সটকে পড়ে। ব্যাপক চোরাই গাছ সে সরিয়ে ফেললেও বিজিবি ও পুলিশ সাহিদ আহমদের বাড়ি থেকে ১৩ টুকরা চোরাই আগর কাঠ উদ্ধার করে।
বনবিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাহিদকে প্রধান আসামী করে বন আইনে মামলা হয়েছে (মামলা নং-৪৮/বড়/অব/২০১৬-১৭)।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.