
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে রতনা বেগম (৩৮) নামে চার সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির তারাদরম (বারহাল) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রতনা বেগম ওই এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী।
রবিবার (৯ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে তিনি (রতনা) আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার অমিতাভ দাস তালুকদার রবিবার বিকেলে বিষয়টি নিশ্চত করে বলেন, ‘লাশের সুরতাহল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এন আই
Posted ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.