বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় রুমী বেগম (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বড়লেখা পৌরসভার মহুবন্দ কলোনী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুমীর স্বামী পৌর এলাকার মহুবন্দ কলোনীর বাসিন্দা মো. কামরুল ইসলাম। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রুমী বেগমের সাথে স্বামীর পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে ঝগড়া হয়েছে। পরের দিন বৃহস্পতিবার সকালে রুমির নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস লাগানো দেখে স্থানীয়রা বড়লেখা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বড়লেখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বড়লেখা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্র ধর সংবাদমেইলকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে রুমির স্বামীকে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদমেইল২৪.কম/বা/নাশ
Posted ১০:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.