
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০২ আগস্ট ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় খুন ও ডাকাতি মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল (ষাটঘরী) গ্রামের ময়না মিয়ার ছেলে সুফিয়ান আহমদ রাজু (৩৫), নারী নির্যাতন মামলার আসামী সুজানগর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা মোস্তফা উদ্দিন, এনি বেগম ও মানিকা বেগম।
পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (০১ আগস্ট) ভোররাতে থানার এএসআই অঞ্জন দেব, শফিকুল ইসলাম, সাইফুল আলম, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেন এদের গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।’
সংবাদমেইল২৪.কম/এজেএল/জেএইচজে
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.