বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ২০১৬ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফ্রেরুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন সভাপতিত্বে ও মাওলানা ফয়জুল হক ও মাওলানা আব্দুল কাদিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ একেএমএ শাকুর, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফপার, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, ডা: হোসাইন আহমদ, বড়লেখা আইডিয়াল সোসাইটি লন্ডনের সেক্রেটারি আব্দুল সালাম, প্রবাসী আজিজুর রহমান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র জমিল আহমদ, দৌলতপুর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকের সেক্রেটারি মজির উদ্দিন মনু, গভর্নিংবডির সদস্য এমরানুল হক বাবু,সাংবাদিক কাজি রমিজ উদ্দিন, শিক্ষক কমর উদ্দিন বাদশা, মাওলানা মিছবাহ উদ্দিন, শিক্ষার্থী হাফিজ আব্দুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, আকমল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান।
আলোচনা সভা শেষে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার ক্রেস্ট প্রদান ও ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদমেইল২৪.কম/এজেেএল/এনএস
Posted ১:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.