
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় উন্নয়নকৃত চান্দগ্রাম বাজার কাজের উদ্বোধন ও চান্দগ্রাম-টুকা-তালুকদারপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দুটি প্রকল্পের নির্মাণ ব্যয় ১ কোটি ৩০ লাখ টাকা।
(২৮ নভেম্বর) সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সকালে চান্দগ্রাম বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মাহফুজুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.