
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আন্তঃইউনিয়ন ভলিবল প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বুধবার বিকেলে বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্ব আমজাদ হোসেন পাপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,শিক্ষক লুৎফুর রহমান চুন্নু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষক রেজাউল করিম মিন্টু, দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন,পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, রেজাউল করিম, সমাজসেবক আব্দুর নূর, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল ইসলাম সজল প্রমূখ।
উল্লেখ্য,উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কাতার প্রবাসী ফয়ছল আহমদের পৃষ্ঠপোষকতায় এ বলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় কাঠালতলী ভলিবল-বি টিমকে হারিয়ে পাখিয়ালা ভলিবল টিম জয়লাভ করে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.