
বড়লেখা প্রতিনিধিঃ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
বড়লেখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আব্দুর নুর নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের পাঁচটি গরু পুড়ে মরেছে। এ ছাড়া আরও একটি গরু দগ্ধ হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিত খাই গ্রামে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খোরশেদ আলম ।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিত খাই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর নুর প্রতিদিনকার মতো রবিবার সন্ধ্যায় গরুগুলো তার গোয়াল ঘরে তুলে বেঁধে রাখেন। রবিবার রাত সাড়ে নয় টার দিকে তাঁর ভাতিজা ইমন গোয়ালঘরে আগুন জ্বলছে দেখে চিৎকার করতে থাকে। এ সময় আব্দুর নুরসহ বাড়ির সবাই ছুটে আসে। পরে মসজিদের মাইকে আগুন লাগার খবর শুনে প্রতিবেশীরা এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গোয়ালঘরে গিয়ে তারা দেখতে পান পাঁচটি গরু আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং একটি গরু মারাত্মক আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে আহত গরুটিকে উদ্ধার করা হয়।
আব্দুর নুর বলেন, ‘এশার নামাজের আগেও গোয়াল ঘরে ঢুকে গরু গুলোকে দেখে খাবার দিয়ে মসজিদে গেছি। রাত সাড়ে নয় ঘটিকার দিকে ভাতিজা ইমন আগুন লাগার খবর দিলে গিয়ে দেখি পুরো গোয়াল ঘরে আগুন জ্বলছে ৷ কে বা কারা আমার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমার পাঁচটি গরু মেরে ফেলেছে। আমার এই ক্ষতি অপূরনীয়। আমি পুলিশ প্রশাসনের কাছে এর বিচার চাই।’
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খোরশেদ আলম জানান, ‘ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় কেউ মামলা করেনি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.