
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় ৮ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
(৩০ জানুয়ারী) সোমবার বিকেলে সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন”র উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে ও সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মজিদ নিকুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফ মুহিত ছয়েফ,গাংকুল পঞ্চগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফ হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী,বড়লেখা ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সুজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছিত,আওয়ামী লীগ নেতা ও আগর-আতর ব্যবসায়ী মুহিত আহমদ মুকুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক আগর-আতর শিল্পের কারখানা পরিদর্শন করেন।
সংবাদমেইল২৪.কম/এজে লাভলু/এনএস
Posted ৯:৪০ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.