
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বড়লেখায় সমনবাগ রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে দুই লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করে বনবিটে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে সমনবাগ রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে দুই লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।
জানা যায়,৫২ ব্যাটেলিয়নের আওতাধীন বিওসিটিলা বিজিবি’র টহল কামান্ডার ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১৩৯৪ হতে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জামকান্দি এলাকা থেকে প্রায় ৪২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেন। সেগুন কাঠগুলো সমনবাগ বনবিট থেকে চোরাকারবারীরা পাচার করছিল। পরে বিকেলে জব্দকৃত কাঠ বিজিবি মাধবছড়া বনবিটে হস্তান্তর করেছে।
বিজিবির ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুন অর রশীদ অবৈধ সেগুন কাঠ উদ্ধারের সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.