
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সোনাতুলা গ্রামে সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের আয়োজনে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে সোনাতুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সভাপতি সমছ উদ্দিনের সভাপতিত্বে ও শাহজাহান আহমদ মিসবার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. সজল সরকার, সভাপতি আতিকুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, আবেদ আহমদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিকে বুধবার রাতে সোনাতুলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে টিভি এন্ড টিভি ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্লাবের সভাপতি ব্যবসায়ী আতিকুর রহমানের সভাপতিত্বে শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক নৃপেন্দ্র মোহন সরকার, যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান, সকালের খবরের বড়লেখা প্রতিনিধি এ. জে লাভলু, যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের সভাপতি সমছ উদ্দিন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, প্রবাসী তানিম আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ফাইভ টু ওয়ান ফিফটি প্লাস বিয়ানীবাজারকে হারিয়ে ঋতু রং বড়লেখা জয়লাভ করে।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.