শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪ | ১৯ আশ্বিন, ১৪৩১

বড়লেখার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন শাহীন

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

বড়লেখার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন শাহীন

বড়লেখায় কর্মরত প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন মৌলভীবাজার ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

বুধবার রাতে সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোয় গণমাধ্যকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে এ সহযোগিতা চেয়েছেন।


বড়লেখা প্রেক্লাবের  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তের সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা ইউনিটের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য (জাফর) নবাব আলী আব্বাস খাঁন, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি (একাংশ) পৌর কাউন্সিলার জয়নাল আবেদিন বাচ্চু।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা ইউনিটের সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, দৈনিক যুগভেরী প্রতিনিধি লিটন শরীফ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন,দৈনিক আজকের কাগজের সাবেক প্রতিনিধি ও শিশু শিক্ষা একাডেমির চেয়ারম্যান খলিলুর রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মো. রুয়েল কামাল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি খলিলুর রহমান,সাপ্তাহিক বড়কন্ঠের নির্বাহী সম্পাদক রশীদ আহমদ খান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এ.জে লাভলু প্রমূখ।


এসময় এম এম শাহীনের সাথে ছিলেন সাপ্তাহিক মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী,দৈনিক মানব কন্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমেদ।

উল্লেখ্য,আসন্ন ২৮ ডিসেম্বর ২০১৬ প্রথম বারের মতো মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় অংশ নিচ্ছেন এ জন্য মতবিনিময় সভা করে স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।


সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত