আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০১৭ | প্রিন্ট
লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্ট ভবন এলাকায় ছুরি হাতে হামলা করা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এর আগে ওই ব্যক্তির হামলায় এক পুলিশ অফিসার ছুরিকাহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পার্লামেন্ট ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে মুলতবি করে দেয়া হয়েছে পার্লামেন্টের অধিবেশন।
পার্লামেন্টের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন, তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।
ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেয়া হচ্ছে যে, এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছেন। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করে।
দ্বিতীয় আরেকটি ঘটনায় পার্লামেন্টের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুতে পাঁচজন ব্যক্তির ওপর একটি গাড়ি চালিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.