
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ার ব্রাহ্মণবাজারে দু-জাহানের সর্দার, আলোর দিশারী নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী র্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১৩ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের নাছনী, রাজাপুর, জালালাবাদ, মৌলভীগাঁও, সাতরা গ্রামের উদ্যোগে এ ইসলামি কর্মসূচি সম্পন্ন হয়।
হামদ্-নাত কাছিদার সুমধুর সুরে বিপুল সংখ্যক মক্তব পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকার মুরব্বীদের উপস্থিতিতে র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন জালালাবাদ জামে মসজিদের ইমাম ও গিয়াস নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াকুব আলী, নাছনী জামে মসজিদের ইমাম মাওলানা ক¦ারি জাকির হোসেন, রাজাপুর-কটিয়া জামে মসজিদের মাওলানা ইমাম আব্দুস শহীদ, মৌলভীগাঁও জামে মসজিদের মাওলানা ইমাম আতিকুল ইসলাম, সাতরা জামে মসজিদের ইমাম হাফিজ সাইফুল ইসলাম, গোবিন্দপুর জামে মসজিদের ইমাম হাফিজ জসিম, হাজি মো. চিনু মিয়া, হাজি আব্দুল ওয়াদুদ চৌধুরী শামীম, আবু বক্কর, দাইয়ান আহমদ, মাহিন আহমদ, রাহি আহমদ, মারুফ আহমদ, আহাদ মিয়া, মিলাদ আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।
র্যালি শেষে স্থানীয় মসজিদ গুলোতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণ করা হয়।
সংবাদমেইল২৪.কম/জিয়াউল হক/এনএস
Posted ৯:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.