আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কলম্বিয়ার মেদেলিন শহরের দিকে যাওয়ার সময় ব্রাজিলের ফুলবল দল বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, বলিভিয়া থেকে চার্টার্ড করা বিমানটি কাপোকোনিজ ফুটবল দলটিকে নিয়ে যাচ্ছিল। মেডিলিনের অ্যাটলেটিকো নাকিয়োনাল ফুটবল দলের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল দলটির।
দুর্ঘটনার সংবাদে ফাইনাল ম্যাচটি আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে।
জানা যায়, স্থানীয় সময় মধ্যরাতে মেডিলিন শহর পার্শ্ববর্তী পাহাড়বেষ্টিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনাটিকে ইতোমধ্যে বিশাল ট্র্যাজেডি হিসেবে দেখছেন মেডিলিন শহরের মেয়র ফ্রেডিকো গুতিয়েরেজ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.