আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাবের ডিফেন্ডার ও দুই গোলকিপার ছাড়া সবাই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই বিমানে ওই ফুটবল ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, যাত্রী ও ক্রুসিহ ৮১ জন ছিলেন। তাদের মধ্যে এক ডিফেন্ডার ও দুই গোলকিপারসহ ৫ জন বেঁচে আছেন।
ভাড়া করা বিমানে ক্লাব ফুটবল টুর্নামেন্ট খেলতে কলম্বিয়ার মেডেলিন শহরে যাচ্ছিল ব্রাজিলের প্রথম সারির ক্লাব শাপেকোয়েঞ্জা। স্থানীয় সময় মধ্যরাতে মেডিলিন শহরের পাশে পাহাড়বেষ্টিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়নি বলেই কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে তারা মেডেলিন যাচিছল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল। ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন জানিয়েছে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ব্রাজিলে শাপেকো শহরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ফুটবল ক্লাবটি ২০১৪ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।
বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.