মঙ্গলবার ৩০ মে, ২০২৩ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ব্যক্তিগত বিষয় ফেসবুকে শেয়ার করায় স্ত্রীকে খুন

আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

ব্যক্তিগত বিষয় ফেসবুকে শেয়ার করায় স্ত্রীকে খুন

সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করার জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছেন এক ব্যক্তি। স্ত্রীকে খুনের পর তিনি নিজেও আত্মহত্যা করেন। ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে এমনটাই লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের পুণে থেকে ১২ কিলোমিটার দূরে হাদাপসরের শিবপার্ক অ্যাপার্টমেন্টে।

রাকেশ গানগুরদে (৩৪) নামে ওই ব্যক্তি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রীর নাম সোনালি (২৮)। ঘরে বিছানার উপরে স্ত্রী সোনালির দেহ পড়ে ছিল। আর ঘরেরই একপাশে সিলিং থেকে ঝুলছিল রাকেশের নিথর দেহ।


উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকেই পুলিশ জানতে পারে, চার বছর হল তাঁদের বিয়ে হয়েছে। কোনও সন্তান নেই। স্ত্রীর সঙ্গে রাকেশের সম্পর্ক আগাগোড়া ভালই ছিল। তবে সম্প্রতি স্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে শুরু করে। ব্যক্তিগত বিষয় পাঁচ কান করা মোটেই পছন্দ ছিল না রাকেশের। এরকম করতে স্ত্রীকে একাধিকবার নাকি তিনি মানাও করেছিলেন। কিন্তু স্ত্রী সোনালি সে সব তোয়াক্কা করেননি। ঘটনার দিন রাতেও এই নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা বাধে। ওই রাতে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন রাকেশ। এর পর রাকেশও সুইসাইড করেন।

দীর্ঘক্ষণ মেয়ে আর জামাই রাকেশ ফোন না তোলায় সোনালির বাপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় পড়ে যান। সোনালির মা আর ভাই তাঁদের অ্যাপার্টমেন্টে চলে আসেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকিতেও সাড়া না মিললে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহগুলিকে উদ্ধার করে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত